ব্যানার এ্যাড-Banner Ad-allgazettes
সম্মানিত ভিজিটর, অনেক শুভেচ্ছা ও স্বাগতম এ ব্লগ-সাইটে। আপনার জন্য এ ব্লগ-সাইটে যে আয়োজনগুলো করেছি তা এ রকম-ই-প্রাইমারী স্কুল সিস্টেম, বিভিন্ন বৃত্তির সার্কুলার, ব্যাংক-বীমা, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রজ্ঞাপণ ও ভাতা, দপ্তরী-কাম-প্রহরীদের প্রজ্ঞাপন ও পত্র, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি সমূহ, জাতীয় বেতন স্কেলসমূহ, স্লিপ পরিকল্পনার গাইডলাইন গেজেট ও পত্র, পাসপোর্টের এ টু জেড, BRTA-এর গেজেট, পত্র ও প্রশ্নসম্ভার, ক্রীড়া ও স্কাউট সংক্রান্ত প্রজ্ঞাপন ও ই-বুক, প্রাক-প্রাথমিক শিক্ষা কর্নার, স্বাস্থ্য বিভাগের গেজেট ও পত্র, আন্ত:প্রাথ: বিদ্যা: ক্রীড়া ও সাংস্কৃতিক কর্নার, ইএফটি এবং আইবাস, জাতীয় দিবস পালন সংক্রান্ত প্রজ্ঞাপন ও পত্র, বিভিন্ন কমিটি গঠনের গেজেট ও পত্র, মেরামত ও সংস্কার কাজের গেজেট ও পত্র, NSA-জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের গেজেট ও পত্র, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় পরিচয়পত্র বিষয়ক প্রজ্ঞাপন, ডাক বিভাগের নগদের সবকিছু, প্রবাসীদের জন্য গেজেট ও পত্র, শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনার পরিপত্র-পত্র, হোম ভিজিটের গেজেট ও পত্র, রুটিন মেইনটেন্যান্স কাজের গাইডলাইন ও পত্র, শেখ রাসেল দিবসের যত কর্মসূচি ইত্যাদি।
নিচের ব্যানার এ্যাডে ক্লিক করুন:
ধন্যবাদ।
No comments